ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় কৃষিকাজে সহায়তা করছে মহিলা মোর্চা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ত্রিপুরায় কৃষিকাজে সহায়তা করছে মহিলা মোর্চা ধান কাটছেন মহিলা মোর্চার সদস্যরা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভারতের বর্তমান এনডিএ সরকার কৃষকদের সুবিধার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিকে এগিয়ে নিতে এবার উদ্যোগী হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মহিলা মোর্চা। 

মহিলা মোর্চার সদস্যরা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের জন্য নতুন প্রকল্পগুলির কথা তুলে ধরছেন। বিশেষ করে নারী চাষিদের তারা বিষয়টি বুঝিয়ে বলছেন।

চাষিদের মাঠের পাকা ধান কেটেও মহিলা মোর্চার সদস্যরা সহায়তা করছেন বলে বাংলানিউজকে জানান ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত।  

তিনি বলেন, মহিলা মোর্চার সদস্যরা খোয়াই জেলার রামচন্দ্রঘাট ব্লক এলাকায় চাষিদের জমির ধান কেটে দিয়েছেন। প্রান্তিক কৃষকদের সহায়তা করতেই আমাদের এই উদ্যোগ।  

পাপিয়া আরও জানান, আগামীতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।