ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

দু’দিনের সফরে ত্রিপুরায় রামমাধব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
দু’দিনের সফরে ত্রিপুরায় রামমাধব ছবি: বাংলানউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী সোমবার (০৭ আগস্ট) বিজেপি-তে যোগ দিচ্ছেন ত্রিপুরা রাজ্যের ৬ তৃণমূল কংগ্রেস বিধায়ক। এর ঠিক আগের দিন অর্থাৎ রোববার (০৬ আগস্ট) রাজ্যে এলেন দলের সাংগঠনিক কমিটির সর্ব ভারতীয় সভাপতি রামমাধব। 

এদিন দুপুরে তিনি আগরতলা পৌঁছে কিছুক্ষণ রাজ্য অতিথিশালায় বিশ্রাম নেন। পরে রাজধানীর কৃষ্ণনগর এলাকার দলের প্রদেশ কমিটির অফিসে দুই দফায় টানা বৈঠক করেন।

 

প্রথম দফায় সংগঠনের সদর জেলা কমিটির শহরাঞ্চল শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। তার পরের ধাপে সদর জেলা কমিটির গ্রামীণ শাখার সদস্যদের সঙ্গে বৈঠক করেন রামমাধব।  

এই বৈঠকে রামমাধব ছাড়াও দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্যের অবজারভার সুনীল দেওধর প্রমুখ উপস্থিত ছিলেন।  

বি জে পি জানায়, সোমবার সকালে রামমাধব হেলিকপ্টারে করে প্রথমে উত্তর জেলার জেলা সদর ধমনগর যাবেন। সেখানে জেলা পর্যায়ের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।  

এর যাবেন ঊনকোটি জেলার কুমারঘাট শহরে। সেখান থেকে ধলাই জেলার আমবাসা হয়ে খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। বিকেলে আগরতলায় ফিরবেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসসিএন/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।