ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ফেসবুকে। রিয়া রায় নামে এক অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

হুমকিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর মাথার দাম পাঁচ লাখ রুপি। এ বিষয়টি পশ্চিম আগরতলা থানার নজরে আসতেই স্বপ্রণোদিত মামলা নিয়েছে পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ), ১৫৬(এ)(১বি), ৫০৫(২), ৫০৬ ও তথ্য প্রযুক্তি আইনের ৮৪(সি) ধারায় মামলা নিয়েছে পুলিশ। এর পরই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই প্রফাইলটি বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার (১৮ আগস্ট) বাংলানিউজকে বিষয়টি জানান এস ডি পি ও অশোক কুমার সিনহা। তিনি জানান, এর তদন্ত চলছে।

এর আগে মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে উস্কানিমূলক মন্তব্য পোস্ট দেওয়া হচ্ছিল, পরে ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।