ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার পাহাড়ে কাঠবোঝাই ৩ ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, আগস্ট ১৮, ২০১৭
ত্রিপুরার পাহাড়ে কাঠবোঝাই ৩ ট্রাক জব্দ সেগুন গাছ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ে অভিযান চালিয়ে কাঠবোঝাই ৩টি মিনি ট্রাক জব্দ করেছেন বন বিভাগের কর্মকর্তারা। 

শুক্রবার (১৮ আগস্ট) তেলিয়ামুড়ার বন বিভাগের কর্মকর্তা পিন্টু দেববর্মা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়মুড়া পাহাড়ে অভিযান চালিয়ে সেগুন কাঠের লগসহ ৩টি মিনিট্রাক জব্দ করা হয়।

তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চালক ও চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি।  

পরে জব্দ করা সেগুন কাঠের লগসহ ট্রাক বন বিভাগে নিয়ে আসা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।  

তিনি জানান, জব্দ কাঠের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ রুপি। কাঠ পাচার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।