জেলার কল্যাণপুর ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর গাওসভার হঠাৎ কলোনি গ্রামে বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিনগত রাত ১টা নাগাদ ১৪টি হাতি একসঙ্গে জঙ্গল ছেড়ে নেমে আসে।
হাতির দলের তাণ্ডবে নষ্ট হয়ে যায় প্রায় ৪০ কানি জমির ধান।
এলাকার চাষিদের অভিযোগ, হাতির দলটি গ্রামে এসেছে বুঝে তারা স্থানীয় বন দফতরের অফিসে ফোন করে খবর দিলেও কেউ আসেনি। এতে বন দফতরের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এর আগেও বহুবার বন্য হাতির তাণ্ডবে ক্ষতি হয়েছে কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের জমিতে পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান সহ এলাকার জনপ্রতিনিধিরা। পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা করা যায় এ বিষয়ে আলোচনা করবেন বলে তারা সংবাদ মাধ্যমকে জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসসিএন/জেডএস