আগরতলা: ছয় দফা দাবিতে ত্রিপুরা রাজ্যজুড়ে কর্মসূচি পালন করেছে সিপিআই (এম) দল। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজ্যের পশ্চিম জেলার খয়েরপুর এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা স্থানীয় বিধায়ক পবিত্র কর।
বক্তব্যে তিনি বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।
পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়নসহ শান্তি-সম্প্রীতি বজায় রাখার জন্য অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান।
রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, ভারত সরকারের বেকার ও দরিদ্র অংশের মানুষের উন্নয়নবিরোধী নীতির বিরোধিতা করে আয়োজিত ৬ দফা দাবিতে এদিন রাজ্যের অন্যান্য জেলায়ও সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসসিএন/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।