ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় বিল্ডিং কংগ্রেসের রজতজয়ন্তী পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, আগস্ট ২৬, ২০১৭
আগরতলায় বিল্ডিং কংগ্রেসের রজতজয়ন্তী পালন রজতজয়ন্তী অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

আগরতলা: আগরতলায় 'ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস'র ত্রিপুরা সেন্টারের রজতজয়ন্তী পালিত হয়েছে। 

শনিবার (২৬ আগস্ট) আগরতলার সুপারি বাগান এলাকার দশরথদেব স্মৃতি ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ত্রিপুরা সরকারের বন ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব ইঞ্জিনিয়ার সঞ্জিব রঞ্জন, 'ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস'র ত্রিপুরা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার বিএস দেববর্মা, সম্পাদক ইঞ্জিনিয়ার এস কে নন্দী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংস্থার কার্যক্রম ও রাজ্যের বিভিন্ন ধরনের পরিকাঠামো নির্মাণে সংস্থার প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসসিএন/আরআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।