শনিবার (১৯ আগস্ট) ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার পূর্ব পাপড়িয়াখলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দিনমজুর পরিমল শীলের বাড়িতে এমন একটি বিদ্যুতের বিল পৌঁছে দেয় ‘ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড’।
অভিযোগ করে পরিমল শীল বলেন, প্রায় পঞ্চাশ বছরেও তার ঘরে বিদ্যুতের আলো পৌঁছায়নি।
তিনি আরও বলেন, বিষয়টি জানাজানি হলে বিলটি প্রত্যাহার না করে উল্টো মঙ্গলবার (২২ আগস্ট) বিদ্যুৎ সংযোগ দেওয়া জন্য বাড়িতে আসেন নিগমের স্থানীয় কার্যালয়ের কর্মীরা। বিষয়টি ধামাচাপা দেওয়া জন্যই তারা বিদ্যুৎ সংযোগ দিতে আসেন। তখন নিগমের কর্মীদের বকেয়া বিল প্রত্যাহার না করলে নতুন সংযোগ নেবো না জানালে তারা বিদ্যুতের মিটারসহ অন্যান্য সামগ্রী রেখে চলে যান।
পরবর্তিতে নিগমের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলেও অভিযোগ করেন পরিমল শীল। বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সঠিক সমাধান দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসসিএন/ওএইচ/