রোববার (২৭ আগস্ট) রাতে জওহর লাল বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত মুহুরী নদীর শাখা মনু নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ করে তার জালে একটি ‘বিরল’ প্রজাতির মাছ উঠে আসে।
এ বিষয়ে এলাকার জেলেরা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তারা ওই নদীতে মাছ ধরেন। কিন্তু এ প্রজাতির মাছ আগে কখনো দেখেননি তারা।
সোমবার (২৮ আগস্ট) সকাল থেকে মাছটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ জওহর লালের বাড়িতে ভিড় জমাচ্ছেন। তবে এ ধরনের মাছ আগে কখনো দেখেননি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসসিএন/এএটি/