বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে শুরু হয়েছে হাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্য পশু বিক্রি। হাট ঘুরে দেখা গেছে শেষ মুহূর্তের কেনা-বেচায় হাটে তিল ধারণের ঠাঁই নেই।
ওই হাটে কয়েকজন পশু বিক্রেতার সঙ্গে কথা বাংলানিউজের। তারা জানান, গরুসহ অন্য পশুর ক্রেতাদের মূল্য সাধ্যের নাগালে। তাই বিক্রিও ভালো হওয়া তারা বেশ খুশি।
এদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপির বক্সনগর মন্ডল কমিটি থেকে পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতার জন্য হাটে একটি অস্থায়ী বুথ খুলেছে।
দলের স্বেচ্ছাসেবকরা হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের পানি ও শরবত খাওয়াচ্ছেন। একই সঙ্গে ঈদের আগাম ঈদের শুভেচ্ছাও জানাচ্ছে বিজেপি দলের তরফ থেকে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসসিএন/এএটি/