ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ঈদ উপলক্ষে ত্রিপুরায় বিজেপি’র শোভাযাত্রা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, সেপ্টেম্বর ২, ২০১৭
ঈদ উপলক্ষে ত্রিপুরায় বিজেপি’র শোভাযাত্রা 

আগরতলা: কোরবানির ঈদ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। রাজ্যের সিপাহীজলা জেলার বসনগর এলাকায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গাড়ি ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বসনগর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সোনামুড়া পর্যন্ত এসে ফের বক্সনগরে গিয়ে শেষ হয়।
 
পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করানো হয় নেতাকর্মীদের।

 

দলের সংখ্যালঘু মোর্চার তরফে জানানো হয়, দেশের সব অংশের মানুষকে নিয়ে চলার যে অঙ্গীকার করেছে বিজেপি তার বাস্তব রূপ দিতে এ কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।