ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ফের বন্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
ত্রিপুরায় ফের বন্যা  পানিতে তলিয়ে গেছে ত্রিপুরার অনেক এলাকা-ছবি-বাংলানিউজ

আগরতলা: টানা বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।  রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদী ও কাটাখালে পানিস্তর বেড়ে গিয়ে পার্শ্ববর্তী এল‍াকার ঘরবাড়িসহ ফসলের জমি তলিয়ে গেছে। 

রাজধানীর চন্দ্রপুর, বলদাখাল, খয়েরপুরসহ আশেপাশের এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। চন্দ্রপুর এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।

এতে যানচলাচল ব্যাহত হচ্ছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।

নিম্নাঞ্চলের বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রেশমবাগান স্কুল, বলদাখাল স্কুল ও চন্দ্রপুর সেতুসহ অপেক্ষাকৃত উ‍ঁচু জায়গায় কয়েকশ পরিবার আশ্রয় নিয়েছেন। সদর মহকুমা প্রশাসন থেকে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের জন্য নৌকা নামানো হয়েছে। আশ্রয় শিবিরের মানুষদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।  

পানিতে তলিয়ে গেছে ত্রিপুরার অনেক এলাকা-ছবি-বাংলানিউজরাজধানীর কাটাখালের পার্শ্ববর্তী বিভিন্ন বস্তির বেশিরভাগই পানির তলায় চলে গেছে। যত সময় যাচ্ছে কাটাখালে পানিস্তর আরো বাড়ছে। আগে থেকেই অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রাজধানীর আরএমএস, এডভাইজার এলাকা, ব্যানার্জী পাড়া, প্রফেসার পাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমেছে।  

পানিতে তলিয়ে গেছে ত্রিপুরার অনেক এলাকা-ছবি-বাংলানিউজআবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার পর্যন্ত ত্রিপুরা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আরো দুইদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে ভারী বৃষ্টি হলে নতুন করে রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।