ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
ত্রিপুরার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে ত্রিপুরার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

আগরতলা: ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও কিছু কিছু এলাকায় পানি আগের অবস্থায় স্থির রয়েছে। তাই এ সব এলাকার মানুষরা এখনো ত্রাণ শিবিরে রয়েছেন।

বন্যার কারণে সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে হাওড়া নদীর পার্শ্ববর্তী এলাকা খয়েরপুরে। নদীর পানির স্রোতে ভেঙে গেছে বহু মানুষের বাস্তুভিটেসহ বসতঘর।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর। কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে। প্রয়োজনিয় ক্ষতিপূরণেরও আশ্বাস দেন তিনি।  
ত্রিপুরার বন্যা পরিস্থিতি উন্নতির দিকেএদিকে বন্যাদুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছ বহু স্বেচ্ছাসেবী সংস্থা। উদয়পুরের নবোদয় বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য শিবির করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাসহ প্রয়োজনিয় ওষুধ-ত্রাণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।