ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভিআইপি রোড অবরোধে ভোগিন্ততে সাধারণ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
ভিআইপি রোড অবরোধে ভোগিন্ততে সাধারণ মানুষ আগরতলায় সড়ক অবরোধ, অফিসমুখী মানুষের ভোগান্তি

আগরতলা: রাজধানী আগরতলার ভি আই পি রোড অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী সাধারণ মানুষ।  

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা নয়টার দিকে হঠাৎ রাধানগর মোটর স্ট্যান্ডের সামনে ভিআইপি সড়ক অবরোধ করে গাড়ি চালকরা।  

তাদের অভিযোগ, খোয়াই জেলার বাইজলবাড়ি এলাকায় এক গাড়ি চালককে মারধোর করে স্থানীয় এলাকার বাসিন্দারা।

গাড়ি চালকদের আরো অভিযোগ নানা সময়ই ঐ এলাকার মানুষ চালকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। যে চালককে মারধোর করা হয়েছে তিনি বর্তমানে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। চালকদের দাবি এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।  

ভিআইপি রোড অবরোধের জেরে দুই দিকে কয়েক শ' গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন এস ডি পি ধ্রুব শর্মা'র নেতৃত্বে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। ছুটে আসেন চালক সংগঠন এবং শ্রমিক সংগঠন  সি আই টি ইউ'র নেতারা।  

দীর্ঘ আলোচনার পর বেলা সাড়ে ১১টায় সড়কে যাল চলাচল স্বাভাকি হয়। সিদ্ধান্ত হয় আলোচনার ভিত্তিতে এই সমস্যার সমাধান করা হবে।  

এদিন রাস্তা অবরোধের জেরে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়িসহ স্কুল ছাত্রছাত্রীদের বাস আটকে থাকে।

কিন্তু সূত্রের খবর বুধবার সন্ধ্যায় এক গাড়ি চালক খোয়াই আগরতলা সড়কে গাড়ি চালানোর সময় বাইজলবাড়ী এলাকায় এক ব্যক্তিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে তার পা পিষে দেয়। ঐ ব্যক্তিও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে তার দুটি পা কেটে বাদ দিতে হবে বলে অভিযোগ।  

এর জেরে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে আটক করে ভাংচুর চালায় ও গাড়ির চালককে মারধোর করে। তার আবস্থা সঙ্কটাপন্ন।  

এই ঘটনাকে চেপে রেখে গাড়ি চালকরা রাস্তা অবরোধ করে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এসসিএন/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।