ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ‘নীরমহল জল উৎসব’ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
ত্রিপুরায় ‘নীরমহল জল উৎসব’ শুরু নীরমহল জল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

আগরতলা: শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী ‘নীরমহল জল উৎসব’। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘরের রুদ্র সাগরের রাজঘাটে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজ্য সরকারের যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী সহিদ চৌধুরী, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়ক শ্যামল চক্রবর্তী ও তপন চন্দ্র দাসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

শনিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে মনসা মঙ্গল, বাউল গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের তৃতীয় ও শেষ দিন রোববার (১০ সেপ্টেম্বর) হবে দূরপাল্লার নারী ও পুরুষ বিভাগের নৌকাবাইচ ও সাঁতার প্রতিযোগিতা। সেদিন উৎসবে ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক এবং তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহার উপস্থিত থাকার কথা রয়েছে।

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর, যুব ও ক্রীড়া বিষয়ক দফতর, মেলাঘর পুরপরিষদ এবং রুদ্র সাগর উদ্বাস্তু মৎসজীবী সমবায় সমিতি যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।