ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

মানুষের জন্য মন্ত্রী আলুওয়ালীয়ার স্বেচ্ছা শ্রম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
মানুষের জন্য মন্ত্রী আলুওয়ালীয়ার স্বেচ্ছা শ্রম  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকারের খাওয়ার পানি ও জনস্বাস্থ্য মন্ত্রকের মন্ত্রী এস এস আলুওয়ালিয়া কমিউনিটি শৌচালয় নির্মাণের জন্য নিজে শ্রমদান করলেন। 

রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার মোহনপুর মহকুমার অন্তর্গত ভাগলপুর গ্রামে মাটি কেটে কমিউনিটি টয়লেটের সূচনা করলেন তিনি।  

এর আগে ওই এলাকায় ‘স্বচ্ছতাই সেবা’ নামে এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এস আলুওয়ালীয়া।

 

এ সময় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকসহ স্থানীয় পঞ্চায়েতের নির্বাচিত জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  
 
কর্মশালা শেষে এলাকায় একটি কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা হয়। মাটি কেটে কমিউনিটি টয়লেট নির্মাণ কাজের সূচনা করেন আলুওয়ালীয়া।  

মন্ত্রী ছাড়াও টয়লেট নির্মাণ কাজে হাত লাগান পশ্চিম জেলার সভাধিপতি দিলীপ দাস সহ অন্যান্য সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিরাও।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।