ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আগুনে পুড়লো দোকান-বসতবাড়ি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ত্রিপুরায় আগুনে পুড়লো দোকান-বসতবাড়ি আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মী ও স্থানীয়রা-ছবি-বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার গোমতী জেলার জামজুরী এলাকায়  আগুনে তিনটি দোকানসহ একটি বসতবাড়ি পুড়ে গেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে আগুন লাগে।  

জানা গেছে, ভোরে স্থানীয় এক বাসিন্দা দোকানে আগুন দেখতে পান।

স্থানীয়রা অগ্নিনির্বাপক দফতরে খবর দেন।

দমকল কর্মীরা ও স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ সব মিলিয়ে ১০ লাখ রুপি।

উদয়পুর মহকুমার শাসক সুভাশিষ ব্যানার্জী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এসময় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।