ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নদীতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ত্রিপুরায় নদীতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর ব্লক এলকার শম্বব্র নদীতে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় এলাকার লোকজন নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণপুর ও খোয়াই থানায়।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তা এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে, প্রচুর মানুষ ভিড় জমান নদী পাড়ে।  

তবে এই মরদেহ দেখে কেউ চিনতে পারেননি, আশেপাশের কেউ নয় বলেও অনেকেরই ধারণা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।  

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

তবে মরদেহের গায়ের কাপড় ছেড়া দেখে পুলিশের ধারণা, তাকে ধর্ষণ করার পর খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭ 
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।