ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

তেলিয়ামুড়ায় সিআইটিইউয়ের প্রস্তুতি সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
তেলিয়ামুড়ায় সিআইটিইউয়ের প্রস্তুতি সভা তেলিয়ামুড়ায় সিআইটিইউয়ের প্রস্তুতি সভা, ছবি: বাংলানিউজ

আগরতলা: দু’টি কর্মসূচিকে সফল করতে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় সিআইটিইউ'র মহকুমার কমিটির উদ্যোগে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) মহকুমার কমিটির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্য সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পিযুষ নাগ, নির্মল রায় ও খোয়াই জেলা নেতৃত্ব প্রণব চক্রবর্তী প্রমুখসহ সংগঠনের সদস্য সদস্যারা।

সভায় সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত ১২ দফা দাবিকে সামনে রেখে ১১ নভেম্বর ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরে জমায়েত অনুষ্ঠিত হবে ও রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে ২৬ নভেম্বর দুপুরে শ্রমিক সংগঠন সি আই টি ইউ'র উদ্যোগে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

নেতারা কিভাবে কর্মসূচিগুলোকে সফল করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এসসিএন/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।