ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

ভোটার তালিকা সংশোধনে অনিয়ম, অভিযোগ ত্রিপুরা বিজেপির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, অক্টোবর ১২, ২০১৭
ভোটার তালিকা সংশোধনে অনিয়ম, অভিযোগ ত্রিপুরা বিজেপির প্রতিনিধি দল-ছবি-বাংলানিউজ

আগরতলা: ভোটার তালিকা সংশোধনের কাজে অনিয়মের অভিযোগে রাজ্যের চিফ ইলেক্টলরেল অফিসারের (সিইও) কাছে অভিযোগ জানালো বিজেপি।

২০১৮ সালের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই ভোটার তালিকা সংশোধনের কাজে গিয়ে বিজেপির বুথ লেভেল কর্মীরা ব্যাপকভাবে শাসক দলীয় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এই ধরনের ঘটনা বন্ধ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের সিইও শ্রীরাম তরনিকান্তর সঙ্গে স্বাক্ষাৎ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল।

সিইও’র সঙ্গে বৈঠকের পর বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন, ভোটার তালিকা সংশোধনের সময় প্রতিপক্ষের হামলায় বিজেপির ৭ কর্মী জখম হন। তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭

এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।