ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় রক্তদান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
আগরতলায় রক্তদান কর্মসূচি আগরতলায় রক্তদান কর্মসূচি, ছবি: বাংলানিউজ

আগরতলা: বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াই এফআই) ৩৭তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর ।

এ উপলক্ষে বুধবার (১ নভেম্বর) আগরতলার ঘিলাতলী দাওছড়াতে তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন।

এ কর্মসূচির সূচনা করেন কল্যাণপুর এলাকার বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস।

উপস্থিত ছিলেন ডিওয়াইএফের তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক শংকর দেবনাথ, সিআইটিইউ'র তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক বিকাশ দেববর্মা, আগরতলা আই জিএম থেকে আগত ডাক্তার সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।

পরে দাওচড়া পশ্চিম ঘিলাতলী পঞ্চায়েতের হলগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।