ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে আগরতলায় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নভেম্বর বিপ্লবের শতবর্ষ উপলক্ষে আগরতলায় সভা আগরতরায় সি পি আই (এম) এর জনসভা

আগরতলা: পুঁজিবাদ বিশ্বের শেষ কথা নয় সমাজতন্ত্রই হচ্ছে মানুষের কল্যাণের একমাত্র অবলম্বন। বিশ্বজুড়ে পুঁজিবাদের যে আধিপত্য চলছে তা একদিন শেষ হয়ে যাবে। টিকে থাকবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। 

নভেম্বর বিপ্লবের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (০৭ নভেম্বর)বিকেলে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন সি পি আই (এম) দলের পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এ জনসভার আয়োজন করা হয়।

 

মানিক সরকার বলেন, বর্তমানে ভারতের কেন্দ্রের ক্ষমতায় বি জে পি'র নেতৃত্বাধীন যে সরকার রয়েছে তারা গরিব, কৃষক, শ্রমিক সহ সমাজের নিম্ন ও সংখ্যালঘু অংশের মানুষের স্বার্থের বিরোধী। তারা শুধু করপোরেটদের স্বার্থের কথা চিন্তা করে কাজ করছে। যা গত সাড়ে তিন বছরে করপোরেটদের স্বার্থে একের পর এক নীতি প্রয়োগ করছে।  

এই সরকারের শাসনামলে সংখ্যালঘু অংশের মানুষের সুরক্ষা নেই। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।  

জনসমাবেশে উপস্থিত ছিলেন-  সি আই টি ইউ' ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা সংসদ সদস্য শঙ্কর প্রসাদ দত্ত, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম দাস প্রমুখ।

সমাবেশে বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এসসিএন/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।