ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ব্রামফ্রন্ট সরকার গঠনের দাবিতে সিপিআইএম’র পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ব্রামফ্রন্ট সরকার গঠনের দাবিতে সিপিআইএম’র পদযাত্রা সিপিআইএম’র পদযাত্রা

আগরতলা: ভারতের নির্বাচন কমিশন এখনো ত্রিপুরা রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলি।

প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (১৭ নভেম্বর) আগরতলায় বিশাল পদযাত্রার আয়োজন করে সিপিআই(এম)। এদিন বিকেলে রাজধানীর চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে পদযাত্রাটি শুরু হয়ে চন্দ্রপুর ও ইন্দ্রনগরের বিভিন্ন এলাকা পরিদক্ষিণ করে।

রাজ্যে অষ্টমবারের মতো বামফ্রন্ট সরকার গঠনের আহ্বান জানানো হয় পদযাত্রা থেকে।

এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিআইটিইউ'র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রাসাদ দত্ত, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সভানেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।