ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

সাংবাদিক হত্যায় দুই আসামির ১০ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
সাংবাদিক হত্যায় দুই আসামির ১০ দিনের রিমান্ড তপন দেববর্মা ও নন্দ কুমার রিয়াংকে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে

আগরতলা: সাংবাদিক খুনের অভিযোগে গ্রেফতার টিএসআর’র দ্বিতীয় ব্যাটালিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দ কুমার রিয়াংকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে তার অফিসে খুন করার অভিযোগে তপন দেববর্মা ও নন্দ কুমার রিয়াংকে গ্রেফতার করে ত্রিপুরা রাজ্য পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) আটকদের আগরতলার সিজেএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

 

বিচারক শর্মিষ্ঠা মুখার্জি রিমান্ডের আবেদন মঞ্জুর করেন বলে সরকার পক্ষের আইনজীবী উত্তম ব্যানার্জি সংবাদ মাধ্যমকে জানান। দুই অভিযুক্তকে আলাদা আলাদা জায়গায় রেখে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

অভিযুক্ত তপন দেববর্মাকে আগরতলার এনসিসি থানায় এবং নন্দ কুমার দেববর্মাকে বোজংনগর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।