বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মহাকরণে নিয়ে যাওয়া হয় আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি ৫ শিক্ষককে।
মুখ্যমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের বলেন, শিক্ষক হয়ে যদি আপনারা এভাবে দিনভর রাস্তা অবরোধ করে রাখেন তবে সমাজে কী বার্তা যাবে?
‘দিল্লিতে ত্রিপুরা সরকারের আইনি পরামর্শ কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে কিছু করা যায় কিনা- তা নিয়ে আলোচনা করা হবে।
তবে শিক্ষকরা জানিয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর এই কথায় আশ্বস্ত হতে হতে পারেননি। সন্ধ্যায় অবরোধ তুলে নেন শিক্ষকরা।
উল্লেখ্য, নিয়োগ নীতি ত্রুটিপূর্ণ হওয়ার কারণে সুপ্রিম কোর্ট রাজ্যের ১ হাজার ৩২৩ শিক্ষককের চাকরিচ্যুতির ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর তাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এসসিএন/এমএ