ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ব্যাংকার অপহরণের দায়ে গ্রেফতার ৯ জন রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, ডিসেম্বর ৩, ২০১৭
ত্রিপুরায় ব্যাংকার অপহরণের দায়ে গ্রেফতার ৯ জন রিমান্ডে ব্যাংকার অপরণের দায়ে গ্রেফতার ৯ জন রিমান্ডে। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার তৈদু এলাকায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাকে অপহরণের দায়ে গ্রেফতার নয়জনের প্রত্যেককে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (০৩ ডিসেম্বর) গোমতী জেলার এস ডি জে এম আদালতে তোলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজেশ দেববর্মা, জিয়েন দেববর্মা, লক্ষ্মী চরণ দেববর্মা, কানন মোহন মলসুম, সঞ্জিত দেববর্মা, অভিরাম দেববর্মা, সুরেন্দ্র দেববর্মা, সচিন দেববর্মা ও কর্ণ দেববর্মা।

অমরপুর মহকুমার এস ডি পিও শৌভিক দে এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসসিএন/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।