ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
আগরতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আগরতলা: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আন্তর্জাতিক মানব অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আগরতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এ সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা হাইকোর্টের সাবেক বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা, ত্রিপুরা সরকারের মুখ্যসচিব রাজীব রঞ্জন, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকা দত্ত রায়, ত্রিপুরা মানবাধিকার কমিশনের সভাপতি টি কে চাকমা, সদস্য আর পি মিনা, ত্রিপুরা সরকারের দক্ষতা বৃদ্ধি কমিশনের চেয়ারম্যান এস কে পান্ডা প্রমুখ।

ত্রিপুরা মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সদস্যরা ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসসিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।