ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজেপি'তে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা রতন লাল নাথ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিজেপি'তে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা রতন লাল নাথ  বিজেপির বিজয় মিছিলে উচ্ছ্বসিত কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ

আগরতলা: অবশেষে বিজেপিতে যোগদান করছেন কংগ্রেস দলের ত্রিপুরার বিধায়ক রতন লাল নাথ।  শুক্রবার (২২ ডিসেম্বর) পদ্মফুল হাতে নিয়ে তার যোগদানের কথা রয়েছে। 

ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপি’র জয়ে উচ্ছ্বসিত ত্রিপুরা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা।  

বিজয় উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর বিধানসভার বিজেপি কর্মী-সমর্থকরা বিজয় মিছিলের আয়োজন করে।

ওই মিছিলে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথকে দেখা যায়। তাকে মিছিলে উচ্ছ্বাসের সঙ্গে নাচতে দেখা যায়। এছাড়া নরেন্দ্র মোদির সমর্থনে জয়ধ্বনি দেন।  

তার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রতন লাল নাথ বিজেপিতে যোগ দিয়েছেন।  

এ বিষয়ে রতন লাল নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, তিনি মিছিলে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপি'তে যোগদান করেননি। তাছাড়া ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভাবনাকে তিনি সমর্থন করেন বলেও জানান।

তবে তিনি বলেন, শুক্রবার বিজেপি'তে তার যোগদান করার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসসিএন/বিএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।