ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, ডিসেম্বর ২২, ২০১৭
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ, ছবি: বাংলানিউজ

আগরতলা: বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সের মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন। মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানান।


 
তাদের মধ্যে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের সম্পর্ক, ব্যাবসা-বাণিজ্যসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে।
 
ইকবাল সোবাহান চৌধুরী ব্যাক্তিগত সূচিতে ত্রিপুরা এসেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) তার ঢাকায় ফিরে যাওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।