ত্রিপুরা প্রদেশ বিজেপি’র উদ্যোগে বুধবার (২৭ ডিসেম্বর) রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন সূর্য্যমনিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।
তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের বর্তমান বামফ্রন্ট সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী মানিক টানা চারবার ধরে রাজ্যের ক্ষমতার শীর্ষে থাকলেও ৭ লাখ বেকার তৈরী করেছেন। ভারত সরকারের কাছ থেকে যতো অর্থ এনেছেন তার কোনো হিসেব দিতে পারছেন না।
শাসক দল হিংসার রাজনীতি করছে বলেও অভিযোগ করে বলেন এদিনও রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে এক স্বক্রিয় বিজেপি কর্মীকে খুন করেছে শাসক দলের দুষ্কৃতিরা। তার নাম টুলু শুক্লবৈদ্য (৩৪)। তিনি পেশায় অটোচালক ছিলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন- বিজেপি নেতা নীলমনি দেব, মনিষ দেব, দুই বিধায়ক দিলীপ সরকার ও আশিষ সাহা প্রমুখ।
এছাড়া রাজ্যের অন্যান্য সমাবেশগুলোতে উপস্থিত ছিলেন দলের প্রদেশ নেতরাসহ অসম রাজ্য থেকে আসা বিধায়করা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসসিএন/এসআরএস