ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

আগরতলা

নির্মিয়মান কাজ পরিদর্শনে ত্রিপুরা ডেপুটি স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, ডিসেম্বর ২৯, ২০১৭
নির্মিয়মান কাজ পরিদর্শনে ত্রিপুরা ডেপুটি স্পিকার হাওড়া নদীর নির্মাণাধীন বাঁধ ও ভাঙনরোধী কাজ পরিদর্শনে ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার পবিত্র কর। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলায় হাওড়া নদীর নির্মাণাধীন বাঁধ ও ভাঙনরোধী কাজ পরিদর্শন করলেন ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার পবিত্র কর।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানী আগরতলার পার্শবর্তী খয়েরপুর চাম্পামুড়া এলাকার এ কাজ পরিদর্শন করেন তিনি।  

এ সময় তিনি কাজের দায়িত্বে থাকা সবার সঙ্গে কথা বলেন।

এ নির্মাণ কাজ করছে ত্রিপুরা সরকারের পূর্ত দফতর।

পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার পবিত্র কর সাংবাদিকদের জানান, প্রতি বছর বর্ষায় হাওড়া নদীর করাল গ্রাসে চলে যাচ্ছে রাজধানী আগরতলার পার্শবর্তী খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিস্তৃর্ণ এলাকা। নদী ভাঙনের কারণে যাতে বন্যা না হয় এ জন্য খয়েরপুরের চাম্পামুড়া এলাকার হাওয়া নদীর পাড়ে বাঁধ নির্মাণ ও নদী ভাঙনরোধী কাজ চলছে। আগামী বর্ষার আগে যাতে বাঁধের নির্মাণ কাজ শেষ হয় তার জন্য কাজের দায়িত্বে থাকা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।