ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নিয়মিতকরণের দাবিতে শিক্ষকরা রাষ্ট্রপতির দ্বারস্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
নিয়মিতকরণের দাবিতে শিক্ষকরা রাষ্ট্রপতির দ্বারস্থ

আগরতলা: সাময়িক সময়ের জন্য নয়, আগের মতো নিয়মিত শিক্ষাদান করতে চান ত্রিপুরা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকরা। নিয়মিত চাকরির দাবিতে তারা এবার ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (৩০ ডিসেম্বর) আগরতলার অভয়নগর এলাকার হিন্দি স্কুলে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ এক বৈঠকে মিলিত হন।  

বৈঠক শেষে শিক্ষকদের পক্ষে অরবিন্দু শর্মা সংবাদমাধ্যমকে জানান, আগামী ২ জানুয়ারি প্রতিনিধি দল দিল্লি গিয়ে ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী প্রকাশ জাবড়েকরের সঙ্গে দেখা করে তাদের চাকরি রক্ষার জন্য আবেদন জানাবেন।

এরপর তারা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।
 
এদিনের বৈঠকে প্রচুর শিক্ষক উপস্থিত ছিলেন।  

নিয়োগ পদ্ধতিতে অনিয়মের কারণে সুপ্রিম কোর্ট ১০ হাজার ৩শ' ২৩ জন শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা দেন। এতে ত্রিপুরা রাজ্যের স্কুলগুলোতে ব্যাপক শিক্ষক স্বল্পতা দেখা দেওয়ায় শিক্ষকদের ৬ মাস চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ৩০ ডিসেম্বর, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।