ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

রহস্যজনক খুনে আগরতলায় চাঞ্চল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, মার্চ ১১, ২০১৮
রহস্যজনক খুনে আগরতলায় চাঞ্চল্য রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মরদেহটি। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটি রহস্যজনক খুনের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।

রোববার (১১ মার্চ) দিনগত রাতে আগরতলার আমতলী থানাধীন সিদ্ধি আশ্রম এলাকায় এ খুনের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, আশ্রম এলাকার একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব সেনগুপ্ত ঘটনাস্থলে ছুটে যান। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

প্রণব সেনগুপ্ত বলেন, এখনও এ খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি।  

এদিকে খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহরজুড়ে। স্থানীয় অনেকের দাবি, নিহত ব্যক্তিটির নাম মানিক ভৌমিক, বাড়ি বাধারঘাটের মাতৃপল্লীতে। তিনি নিম্বাক এলাকায় কাজ করতেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা ০১৩০, মার্চ ১২, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।