ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

শুরু হলো ত্রিপুরার দ্বাদশ বিধানসভা অধিবেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৪, মার্চ ২৩, ২০১৮
শুরু হলো ত্রিপুরার দ্বাদশ বিধানসভা অধিবেশন ত্রিপুরার বিধানসভায় অধিবেশন চলছে/ ছবি: বাংলানিউজ

আগরতলা: শুরু হল ত্রিপুরা রাজ্যের দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশন। শুক্রবার (২৩ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টায় এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে অস্থায়ী স্পিকার রতন চক্রবর্তী স্থায়ী অধ্যক্ষ নির্বাচনের জন্য বিধানসভায় রেবতী মোহন দাস'র নাম প্রস্তাব অনুসারে উত্থাপন করেন। একে বিধায়করা সমর্থন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার মনোনীত হন তিনি।

 

নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমে বিধানসভায় বক্তব্য রাখেন পরে বিরোধীদলের নেতা মানিক সরকার বক্তব্য রাখেন।
 
মুখ্যমন্ত্রী ও বিরোধীদলের নেতার বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সবার সহযোগিতা চান। এ সময় বিধায়করা সবাই আশ্বাস দেন। পরে দুপুর ১২টা পর্যন্ত সভা মুলতবি করেন স্পিকার।  বিরতির পরে রাজ্যপাল তথাগত রায় প্রথম অধিবেশন উপলক্ষ্যে বক্তব্য রাখবেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।