ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

মোমবাতি জ্বালিয়ে আগরতলায় গণহত্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মার্চ ২৫, ২০১৮
মোমবাতি জ্বালিয়ে আগরতলায় গণহত্যা দিবস পালিত আগরতলায় গণহত্যা দিবস পালিত/ ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে।

রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।  

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন তামান্ন তিথি। শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমনির ছোঁয়াও প্রাণে গানের মধ্য দিয়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।