ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় প্রতিষ্ঠা করা হবে আরো একটি নবোদয় বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, এপ্রিল ৫, ২০১৮

আগরতলা: ত্রিপুরা রাজ্যের আরোৃ একটি জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করবে নবোদয় বিদ্যালয় সমিতি। এটি হবে রাজ্যের চতুর্থ নবোদয় বিদ্যালয়। এর জন্য ঊনকোটি জেলার মাছমারা এলাকায় ৫০ কানি জমি বিনামূল্যে সমিতিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) ত্রিপুরা রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় কৃষি ও পরিবহন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্তনা চাকমা সংবাদ সম্মেলনে একথা জানান।

 

মন্ত্রী প্রাণজীৎ সিংহরায় জানান, এই জমির মোট মূল্য ৯০ লাখ রুপি। এটি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সান্তনা চাকমার নির্বাচনী এলাকায় পড়েছে। রাজ্য সরকারের ইচ্ছে রয়েছে আটটি জেলাতেই একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করার।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।