ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

সাত দফা দাবিতে পাম্প অপারেটারদের ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, এপ্রিল ৯, ২০১৮
সাত দফা দাবিতে পাম্প অপারেটারদের ডেপুটেশন পাম্প অপারেটারদের ডেপুটেশন

আগরতলা: সাত দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা সরকারের জন স্বাস্থ্য কারিগরি ও স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণের কাছে ডেপুটেশন দিয়েছে ত্রিপুরা রাজ্য পঞ্চায়েত পাম্প অপারেটারের প্রতিনিধিরা।

সোমবার (৯ এপ্রিল) মহাকরণে দফতরে গিয়ে সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর হাতে ডেপুটেশন তোলে দেন।

দাবিগুলো মধ্যে রয়েছে- কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত পাম্প অপারেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া, প্রতিমাসে নূন্যতম চারদিন ছুটি বরাদ্ধ করা, পাম্প অপারেটারদের প্রয়োজনিয় যন্ত্রপাতি দেওয়া।

ডেপুটেশন দিয়ে মন্ত্রীর দফতর থেকে বেরিয়ে সংগঠনের সম্পাদক ত্রিলুচন মুখার্জী জানান, মন্ত্রী তাদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে ভেবে দেখা হবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।