ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

আগরতলা

আবারও ইমনের গানে মাতলো ত্রিপুরাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, এপ্রিল ২১, ২০১৮
আবারও ইমনের গানে মাতলো ত্রিপুরাবাসী ..

আগরতলা: ত্রিপুরাবাসীর আবারও গানে মন মাতালেন কলকাতার বিশিষ্ট সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমায় চলছে ‘দ্বিতীয় মোহনপুর বইমেলা’। বইমেলা প্রাঙ্গণে মুক্তমঞ্চে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

মেলার দ্বিতীয় দিন শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতালেন কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী।

এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরর মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রতন লাল নাথ, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক প্রমুখ।

 

অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ইমনকে বাঁশের তৈরি স্মারক প্রদান ও বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক রিশা পরিয়ে সম্মাননা জানানো হয়।

২০ এপ্রিল শুরু হওয়া বইমেলা চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।