ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, এপ্রিল ২৩, ২০১৮
আগরতলায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার মঠ চৌমুহনী এলাকা থেকে রাজু সাহা (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়ির বারান্দা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

পূর্ব আগরতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জগবন্ধু দাস বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সম্পত্তি নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে রাজুর বিবাদ চলছিল।

এ বিষয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বালাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।