ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

মমতা অবসাদে ভুগছেন, মন্তব্য বিপ্লবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, এপ্রিল ২৫, ২০১৮
মমতা অবসাদে ভুগছেন, মন্তব্য বিপ্লবের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে ‘তাচ্ছিল্য’ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব উল্টো খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মন্তব্য করেছেন, ‘মানসিক অবসাদে’ ভুগছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বুধবার (২৫ এপ্রিল) আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, মমতা দিদি মানসিক অবসাদে ভুগছেন। তার মন্দিরে ও ডাক্তার দেখানো উচিত।

এ সময় রাজ্যের আরও কিছু বিষয়াদি নিয়ে কথা বলেন বিপ্লব দেব।

বিজেপির জয়কে ‘তাচ্ছিল্য’ করে মঙ্গলবার (২৪ এপ্রিল) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এই জয় নিয়ে এতো আহ্লাদের কিছু নেই। এটি পুরনিগম (একটি পৌরসভা নির্বাচন) জয়ের মতোই নেহাৎ।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।