ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, এপ্রিল ৩০, ২০১৮
আগরতলায় অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে সংবাদ সম্মেলনে জেলা শাসক ডা. মিলিন্দ রামটেক। ছবি: বাংলানিউজ

আগরতলা: আগামী সোমবার (৭ মে) থেকে ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় সরকারি জায়গার সব অবৈধ স্থাপনা বিনা নোটিশে ভেঙে দেওয়া হবে। 

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে পশ্চিম জেলার জেলা শাসক এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংবাদ জেলা শাসক ডা. মিলিন্দ রামটেক।  
 
মিলিন্দ রামটেক জানান, আগামী সাত দিনের মধ্যে নিজেদের উদ্যোগে সব রাজনৈতিক দল ও দলের অঙ্গ সংগঠনের শাখা কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

যদি কেউ তা না করেন, তবে জেলা শাসকের তরফ থেকে আগাম নোটিশ ছাড়াই সরকারি জায়গার সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।  

ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলায় সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের ৭৮টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান জেলা শাসক মিলিন্দ রামটেক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।