ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

সমাবর্তনে যোগ দিতে আগরতলায় ভারতের উপ-রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, মে ২৩, ২০১৮
সমাবর্তনে যোগ দিতে আগরতলায় ভারতের উপ-রাষ্ট্রপতি উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানানো হচ্ছে, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় পৌঁছেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।

বুধবার (২৩ মে) স্থানীয় সময় দুপুর দেড়টায় ভারতীয় বায়ুসেনার প্লেনে তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় বিমানবন্দরে তাকে ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান-ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী রতন লাল নাথ, মেবার কুমার জমাতিয়া, এন সি দেববর্মাসহ সরকারি কর্মকর্তারা।

ত্রিপুরা স্টেট রাইফেলসের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার জানানো হয়।

উপ-রাষ্ট্রপতি বিমান বন্দর থেকে বেরিয়ে চলে যান রাজ ভবনে। সেখানে তিনি মধ্যাহ্ন ভোজন শেষে বিশ্রাম নেবেন। এরপর বিকেলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে রাতে রাজ ভবনে ফিরে যাবেন। পরে সেখান থেকে বৃহস্পতিবার (২৪ মে) তিনি দিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।