ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৪, মে ২৭, ২০১৮
ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

রোববার (২৭ মে) সিপাহীজলা জেলার সোনামুড়া-বিশ্রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলাঘর থেকে যাত্রী ও সবজি নিয়ে একটি মিনি ট্রাক বিশ্রামগঞ্জ আসছিলো। পথে পঞ্চপাণ্ডব এলাকায় এলে রাস্তায় বাঁক নিতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে থাকা ১২ যাত্রী গুরুতর আহত হন। তা‍ৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেলাঘর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুপম দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।