ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ৯শ’ কেজি গাঁজাসহ চার যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, জুন ১৩, ২০১৮
ত্রিপুরায় ৯শ’ কেজি গাঁজাসহ চার যুবক আটক জব্দ করা গাঁজা, ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলার বাইপাস সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯শ’ কেজি (সাড়ে ২২ মণ) গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকরা হলেন- বিশ্ব কুমার দেববর্মা (৩২), রতি দেববর্মা (৩৮), কিশোর দেববর্মা (২৮) ও হরি দেববর্মা (২৪)।

বুধবার (১৩ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিএম) সুমন দাস।

তিনি বলেন, মঙ্গলবার (১২ জুন) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কের মহেশখলা এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে ৯শ’ কেজি গাঁজা জব্দ হয়। এসময় ওই গাড়ি থেকে চার যুবককে আটক করা হয়েছে।

রাতেই আটক যুবকদের পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এসডিএম সুমন দাস।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।