ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭৪ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুন ২৫, ২০১৮
ত্রিপুরায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭৪ মামলা

আগরতলা: ত্রিপুরা রাজ্যে গত ৩ মার্চ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক দলের মোট ৩৭টি কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মোট ৭৪টি মামলা হয়েছে। 

সিপিএম’র বিরোধী বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের এক প্রশ্নের জবাবে সোমবার (২৬ জুন) বিধানসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন।  

বিপ্লব কুমার দেব বলেন, রাজনৈতিক দলের কার্যালয় গুলো ভাঙচুরের অধিকাংশ ঘটনা ৩ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে ঘটেছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিরোধীরা সহিংসতার পদক্ষেপ গ্রহণ করে।  

পাশাপাশি নির্বাচনের ফলাফল ঘোষণার পরও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাজ্যের বিভিন্ন থানায় মোট ৭৪টি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।