ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আত্মিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, নভেম্বর ২৭, ২০১৮
ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আত্মিক সেখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেয় ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিদায়ী সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উত্তরীয়, ফুলের তোড়া ও মানপত্র দিয়ে ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সেখাওয়াত হোসেন বলেন, ত্রিপুরা-বাংলাদেশের সম্পর্ক আত্মিক।

আগরতলা থেকে চলে গেলেও ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক যাতে আরো মজবুত হয় এজন্য সব সময় কাজ করবো।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি ড. আশিষ কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক অমিত ভৌমিক, সদস্য কল্যান গুপ্ত, শাওলী রায়, উপমা দাস ব্রহ্ম প্রমুখ।

সহকারী হাই কমিশনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া ও দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।