ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

বিধায়ক রতনের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, ফেব্রুয়ারি ১১, ২০১৯
বিধায়ক রতনের ওপর হামলা দুর্বৃত্তর হামলায় রতন ভৌমিকের কাচ ভাঙা গাড়ি। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা ও বিধায়ক রতন ভৌমিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরার গোমতী জেলার বাগমা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিধায়ক রতন ভৌমিক অভিযোগ করেন, রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে গোমতীর বাগমা এলাকায় দলের একাধিক নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা করে। এ সময় পুলিশ বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় আহত নেতাকর্মীদের গোমতী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ঘটনায় গোমতীর বাগমা থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান রতন ভৌমিক।

বাংলাদেশ সময়: ১৫০৪  ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।