ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, এপ্রিল ২৬, ২০১৯
ত্রিপুরায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গন্ডাছড়া থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতেরা হলেন-গন্ডাছড়া এলাকার বাসিন্দা জয়সা ত্রিপুরা (৩১) ও তপন দাস (৩০)।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে গন্ডাছড়া থানার নিউ ভগীরত কলোনি এলাকায় থেকে তাদের মরদেহ  উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাথা থেঁতলানো অবস্থায় আমবাসা গন্ডাছড়া সড়কে দু’টি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে।

ধলাই জেলা পুলিশ কর্মকর্তা সুদীপ্ত দাস বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।