ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ২১, ২০১৯
ত্রিপুরায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত যোগ দিবসে উমাকান্ত একাডেমির মিনি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) দিবসটিতে আগরতলার উমাকান্ত একাডেমির মিনি স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন।   

অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রীসহ ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক রাম প্রাসাদ পাল, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তুষ সাহা, বিভিন্ন দফতরের কর্মকর্তারা, ত্রিপুরা পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সিআইএসএফসহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।