ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আগরতলা

৫০ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৮, সেপ্টেম্বর ২৩, ২০১৯
৫০ হাজার পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার রাজধানীর আগরতলার নাগেরজলা বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাসেম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 

গোপন খবরের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলা এ ডি নগর থানা পুলিশ নাগেরজলা বাস স্ট্যান্ডে অভিযান চালায়। আগরতলা থেকে সিপাহীজলা জেলার সোনামুড়াগামী একটি বাসে তল্লঅশি চালিয়ে পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ।



এ ডি নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে তার নাম আব্দুল কাসেম, বাড়ি সোনামুড়ার বাংলাদেশ সীমান্তবর্তী রাঙ্গামুড়া এলাকায়। ধারণা করা হচ্ছে, এই ইয়াবা সীমান্তের ওপারে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার চক্রে আর কে কে জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক বিরোধী ধারায় মামলা নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসসিএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।